ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবরোধ
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিনিধি,গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ সোমবার (১১ নভেম্বর) সকালে থেকে টানা তৃতীয় দিনের এ বিক্ষোভ শুরু করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।
টিএনজেড কারখানার শ্রমিক মহব্বত আলী বলেন, ‘আমরা একাধিকবার আশ্বাস পেয়েছি। কিন্তু আশ্বাসের পরিপ্রেক্ষিত্রে বেতন পাইনি। শুধু সময় পার করছে। শুধু আশ্বাস দিয়ে কি পেট ভরবে? আমাদের বেতন দরকার। আমাদের ঘর ভাড়া বাকি পড়ে আছে। বেতন পেলে ঘর ভাড়া দেব, কিন্তু বাড়ির মালিক তা মানতে নারাজ। দোকানদার আর বাকি দিচ্ছে না-খাবো কী? বেতন পাওয়ার পরপরই ঘর ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে হয়।’
এদিকে মহাসড়ক অবরোধ থাকায় কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানজট। ময়মনসিংহগামী ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী দূরপাল্লার পরিবহণ কম চলাচল করছে। গাজীপুর থেকে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জসহ উত্তরবঙ্গের যাত্রীরা বিকল্প সড়ক ব্যবহার করছেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, আমরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তারা বলছে বেতন না পেয়ে মহাসড়ক ছাড়বে না।