নিজস্ব প্রতিনিধি,সাভার: সাভারে এস এম মরিয়ম এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ওই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের মজিদপুর এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাজ শুরু করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে সস্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।