নিজস্ব প্রতিনিধি, ভোলা : আনাইতা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
শিশুটি লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর থেকেই আনাইতা তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে করতে সে বসতঘরের পাশে পুকুরে পরে যায়। দীর্ঘ সময় শিশুটিকে তার পরিবারের লোকজন উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। এরপর শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।