তবে যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে জয় তুলে নেয় স্প্যানিশরা।
ঘরের মাঠে স্পেনের শুরুটা হয়েছিল দারুণ। ৩২তম মিনিটে পেনাল্টি উপহার পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন পেদ্রি। তবে কয়েক সেকেন্ড পরেই ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধে পিছিয়ে থাকা সুইজারল্যান্ড ৬৩তম মিনিটে সমতায় ফেরে। তবে ৫ মিনিট পরে ব্রায়ান গিলের গোলে ফের এগিয়ে যায় স্পেন। কিন্তু ৮৫তম মিনিটে ফের সমতায় ফেরে সুইসরা।
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা সমতায় শেষ হওয়ার পথেই ছিল। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি পায় স্পেন। যা থেকে গোল করে দলকে জয় পাইয়ে দেন ব্রায়ান জারাগোজা।
এই জয়ে লিগ এ-৪ এর পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়ালো স্পেন। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সুইজারল্যান্ড। আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করেছে ডেনমার্ক। দ্বিতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ৮। আর ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে সার্বিয়া।
অন্যদিকে একই রাতে লিখটেনস্টেইনকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ফিফা র্যাংকিংয়ের সবচেয়ে নিচের দল স্যান মারিনো। র্যাংকিংয়ের ২১০ নম্বর দলটি প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম একের অধিক গোল করল তারা। আর ৩ গোল করা প্রথম ম্যাচ এটি। এই জয়ে ওপরের স্তরে উঠেছে তারা।