শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
আবু মোতালেব হোসেন, (নীলফামারী) প্রতিনিধিঃ তিন সত্নানের জননী রিপা বেগম (২৫) কোলের ৫০দিনের কন্যা শিশুকে নিয়ে নিয়ে পুকুরে লাফ দিয়ে আত্বহত্যার চেস্টা করেন। রিপা বেগম ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের জাহিনুর রহমানের স্ত্রী।