শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিলেট : ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল- ভারতের মেঘালয় রাজ্যের শিলং ইস্ট খাসিয়া হিলস জেলার সাইগ্রাম থানার ডালিয়া বস্তির ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো, তারই সহোদর করল গারো।