তবে রংপুরকে হারের তিতো স্বাদ ভোগ করিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের ৩১তম ম্যাচে শক্তিশালী রংপুরকে ২৪ রানে হারিয়েছে বিজয়-তাসকিনরা। এতে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ৪ বল হাতে থাকতে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী। এটি তাদের চতুর্থ জয়।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ২ বলে শূন্য রান করে ইরফান শুক্কুর আউট হলে ১০ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন স্টিভেন টেইলর। পরের বলেই ডাক আউট ফেরেন ইফতেখার আহমেদ। এতে ১৫ রানে তিন উইকেট হারিয়ে বসে রংপুর।
তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাইফ হাসান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও ১৩ বলে ১৪ রান করে আউট হন খুশদিল শাহ। ফিফটি তুলতে পারেননি সাইফও। ২৯ বলে ৪৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।
১৪ বলে ৮ রান করে শেখ মাহেদী আউট হলে রংপুরের হাল ধরেন নুরুল হাসান সোহান। ১৭তম ওভারে শেষ বলে সোহানকে ফিরিয়ে ম্যাচ নিজেদের করে নেন রায়ান বার্ল। এরপর আকিভ জাভেদ (১) ও সাইফউদ্দিন ২৩ রানে আউট হলে শেষ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। কিন্তু দ্বিতীয় বলে নাহিদ বোল্ড হলে ৪ বল হাতে থাকতে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী।
দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রায়ান বার্ল। তাসকিন আহমেদ ও এসএম মেহরাব দুটি করে উইকেট নেন। এ ছাড়াও শাফিউল ইসলাম ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ হারিস ও সাব্বির হোসেন। তবে ১২ বলে ১৯ রান করে আউট হন হারিস। এরপর সাব্বিরকে সঙ্গ দেন এনামুল হক বিজয়। তবে ফিফটি তুলতে পারেননি সাব্বির।
১৯ বলে ৩৯ রান করে ক্যাচ আউট হন তিনি। পরের বলেই ডাক আউট হন রায়ান বার্ল। তবে পিচে এসে রীতিমতো তাণ্ডব শুরু করেন ইয়াসির আলী রাব্বি। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। ৩২ বলে ৬২ রান করে ফেরেন এই তারকা।
এরপর ৩১ বলে ৩৪ রান করে এনামুল আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। আকবর আলী (২), সানজামুল হক (২), তাসকিন আহমেদ (৪) এবং এসএম মেহরাব ৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত শাফিউল ইসলামের ২ রান ও মোহর শেখের ৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।