কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তারা। আগে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয়েছে টাইগাররা।
সোমবার (১৭ জানুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম (৬)। তিনে ব্যাট করতে নেমে নাজমুল শান্ত করেন ২১ বলে ১২ রান।
তবে মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই। ৩৮ বলে ৩৫ রান করে রান আউট সৌম্য। এরপর ৩৩ বলে ২০ রান করে ফেরেন তাওহীদ হৃদয়।
এদিন ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১ বলে ৭ রান করেন তিনি। এরপর মিরাজ ৪৪ রান করে ক্যাচ আউট হলে ১৩২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী ৪ ও রিশাদ হোসেন ১৪ রানে আউট হলে ব্যাট চালাতে থাকেন তানজিম সাকিব। তাকে সঙ্গ দেন নাসুম।
সাকিব ২৭ বরে ৩০ রান এবং ১৬ বলে ১৫ রান করে নাসুম আউট হলে ৩৮ ওভার ২ বলে ২০২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।
পাকিস্তান শাহিনসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন উসামা মীর। এ ছাড়াও মুবাসির খান দুটি, আলী রাজা ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন।