রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তারা সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকার চাঁদ উদ্যানের ৫ নম্বর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার কে এম মেহেদী হাসান বলেন, ‘একদল সন্ত্রাসী অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে–এমন খবরে সেখানে উপস্থিত হয় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা সাড়া না দিয়ে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে যৌথ বাহিনী। এতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।’