‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় প্রোটিয়ারা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে দলটি।
উদ্বোধনী জুটিতে অবশ্য ভালো করতে পারেনি প্রোটিয়ারা। ২৮ রানে হারায় প্রথম উইকেট। মোহাম্মদ নবীর বলে ১১ রান করে ফিরে যান টনি ডি জর্জি। তবে, আরেক ওপেনার রায়ান রিকেলটন তুলে নেন শতক। ১০৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলেন রিকেলটন। মূলত, তার ইনিংসটি গড়ে দেয় দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত। রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েন রিকেলটন। এর আগে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১২৯ রানের জুটি।
একজন সেঞ্চুরি করলেও দক্ষিণ আফ্রিকার পুরো ব্যাটিং অর্ডার ছিল ছন্দে। হাফসেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার। বাভুমার ব্যাট থেকে আসে ৫৮ রান। রসি ফর ডার ডুসেন ও এইডেন মার্করাম দুজনই খেলেন ৫২ রানের ইনিংস। ডুসেন ৪৬ বলে আউট হলেও ঝড়ো ইনিংস খেলে মার্করাম অপরাজিত থাকেন ৩৬ বলে ৫২ রানে।
আফগানিস্তানের পক্ষে নবী নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ফজলহক ফারুকী, নূর আহমদ ও আজমতউল্লাহ ওমরজাই।