শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরও এক হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে এক হাজার ৭৫২ জন।
আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ২৬০ জনকে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার হয়েছে।
প্রঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ যৌথ অভিযান শুরু হয়।