আজ সোমবার, ১০ মার্চ, ২০২৫ ||
২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৩:৩৮ পূর্বাহ্ন
জীবনের যুদ্ধটা নারীদের একাই করতে হয়
শনিবার, ০৮ মার্চ, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:৮ মার্চ বিশ্ব নারী দিবস। প্রতিবছর এদিন বিশ্বজুড়ে নারী দিবস পালন করা হয়।
দিবসটি নিয়ে দেশীয় শোবিজের অভিনয়শিল্পীরা নারীদের নিয়ে তাদের ভাবনা প্রকাশ করছেন। এর মধ্যে নারীদের জন্য বিশেষভাবে একটি দিন রাখাকে নারীদের প্রাপ্তি বলে মনে করেন।
ঢালিউড ক্যুইন সংবাদমাধ্যমের সঙ্গে নারী দিবস নিয়ে আলোচনাকালে বলেন, আজকের দিনে সব নারীদের শুভেচ্ছা। আমি মনে করি নারীদের হাত থেকে সকাল শুরু হয়। ঘুম থেকে উঠেই সন্তান-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। আর নারীরা এখন অনেক বেশি এগিয়ে আছেন।
একজন পুরুষের এগিয়ে যাওয়ার পেছনে একজন নারী থাকেন। আবার একজন নারীরও এগিয়ে যাওয়ার পেছনে পুরুষ থাকেন। তবে ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার অনুপ্রেরণার পেছনে একজন নারী রয়েছেন জানান তিনি।
অপু বলেন, কখনো কখনো কোনো ক্ষেত্রে নারীদের পেছনে কেউ থাকে না। তারপরও তারা এগিয়ে যায়। যেমনটা আমার কথাই বলতে পারেন। আবার এটাও সত্যি যে আমার সহযোগিতা ও অনুপ্রেরণা একজন নারী। আর তিনি আমার মা। তিনিই আমার পথ চলার প্রদর্শক। বিশেষ করে আমার নারী ভক্ত।
ঢালিউড ক্যুইন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ব্যক্তিগত ও ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানা মন্তব্য করেন। এ ক্ষেত্রে যখন অভিনেত্রীর কোনো নারী ভক্ত তাকে এগিয়ে যাওয়ার কথা বললে সেটা অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন অপু।
এ নায়িকা বলেন, নারীদের সন্তান, সংসার ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রায় সব নারীকেই একা চলতে হয়। কখনো কখনো কেউ উৎসাহ বা সহযোগিতার হাত বাড়ায়। সেটাও স্বল্প সময়ের জন্য। জীবনের যুদ্ধটা নারীদের একাই করতে হয়। আর নারীদের সম্মানিত করার জন্য বিশেষ একটি দিন রাখা নারীদের জন্য বড় প্রাপ্তি।