আজ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ||
৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৮:০৮ অপরাহ্ন
ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে: জয়া
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা।
সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।
বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মেলে ধরেন জয়া আহসান। সেই রূপ-বৈচিত্র এবার অনেক বড় সম্মাননা এনে দিলো এ অভিনেত্রীকে। সোমবার (১৭ মার্চ) কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।
জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভাগ করে নিয়েছেন। পোস্ট করেছেন বেশ কিছু ছবিও। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিতে তার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। টেনে বাধা চুল আর হালকা গয়নায় গ্ল্যামার তীব্র হয়ে উঠেছে তার।
ছবিন ক্যাপশনে জয়া লিখেছেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।