নিহত ভ্যানচালক মানজেদ আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মাঝিলা গ্রামের রহমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভ্যানচালক মানজেদ আলী আলমডাঙ্গায় আসছিলেন। এ সময় নওদাপাড়া নামক স্থানে পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জিকে ক্যানেলের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা কাজী বাবুল বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।