মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
আবু বক্কর সিদ্দিক ,জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বসতবাড়িতে অনুপ্রবেশ করে এখন নিজের বলে দাবী করছেন জনৈক আসাদুজ্জান গং।
জানা যায়, উপজেলার ধুমাইটারী মৌজাস্থ পাকা রাস্তা সংলগ্ন নিজ স্বত্ব-দখলীয় জমিতে বসতবাড়ি নির্মাণ করতে থাকেন মৃত সোলায়মান হোসেন খন্দকারের ওয়ারিশগণ।