মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি ফিরছে মানুষ।
পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাত শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। সব পোশাক কারখানা বন্ধ হলে যানবাহনের সংখ্যা আরও বেড়ে যাবে।
এদিকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩৫ হাজারের বেশি যানবাহন। আর এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৬ লাখ টাকা।