তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।
মুক্তির মাত্র চারদিনের মধ্যেই সলমন খানের ছবির এমন হাল হবে কেই বা ভেবেছিল! চারদিনের দিনই কিনা সিকান্দর সিনেমার আয় ১০ কোটিও টপকাতে পারল না! বুধবার বক্স অফিসে মোট কত কোটি টাকার ব্যবসা করল এই সিনেমা?
মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল সিকান্দর সিনেমাটির! চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে সিকান্দর মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই স্যাকনিলল্কের তরফে জানানো হয়েছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত সিনেমাটির মোট আয় পৌঁছে গিয়েছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।
ঈদের আগের দিন ৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’ সিনেমাটি। কিন্তু হলে কী হবে, উইকেন্ড, ইদের আবহ থাকা সত্বেও এই সিনেমা সালমানের বাকি সিনেমার মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সিনেমাটি আয় করে ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো।
সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি মুক্তির পর প্রথম মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন সিনেমার মোট আয় ছিল আট কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দর সিনেমাটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা। আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়। যদিও ট্রেড সাইটের দাবি, তৃতীয় দিনের আয়ের পর ভারতে সালমানের সিনেমার মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ্বজুড়ে আয়ের পরিমাণ হলো ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।
এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ।