মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উক্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
ভ্রাম্যমাণ আদঅরত পরিচালানাকালে কাঠের তৈরী দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মুল্যে দুটি ড্রেজার জব্দ করা হয়।