আবু মোতালেব হোসেন ,ডিমলা (নীলফামার)প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদরের সীমা সিনেমা হল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বুধবার ভোর পাঁচ টার দিকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়ির ২ টি থাকার রুমের আসবাবপত্র সহ সকল মালামাল।
জানা গেছে, বুধবার ভোর ৫ টার দিকে ডিমলা সদরের বাবুরহাট সীমা সিনেমা হল সংলগ্ন আব্বাস আলীর ছেলে সাকিল আল কদর ও সাবেক উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকার বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৫ লক্ষাদিক টাকার ক্ষয় ক্ষতি হয়। , আল কদরের ছেলে আসিফ আল আমিন,কন্যা নুরে জান্নাত ও সাদিয়া আক্তার আম্বিয়ার শিক্ষা যোগ্যতার যাবতীয় সনদপত্রও পুড়ে গেছে। আগুন লাগার কারন জানা যাইনি।
সংবাদ পেয়ে ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে।
।