মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
আবু মোতালেব হোসেন ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামে তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধ, স্থায়ী সমাধান এবং তুহিন বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় তিস্তা নদীর তীরে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।