মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
নিজস্ব প্রতিনিধি ,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন আর ছেলেকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।