কুমিল্লায় উচ্ছেদ করা হচ্ছে সড়কের পাশের অবৈধ স্থাপনা
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়কের ইউটার্নে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় নড়ে-চড়ে বসেছে প্রশাসন। দুর্ঘটনার পরদিনই ইউটার্নটি বন্ধ ঘোষণা করা হয়।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
জেলা প্রশাসনের নির্দেশনায় সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৫০টি স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, সওজের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হন।