নিজস্ব প্রতিনিধি , লক্ষ্মীপুর : টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচার কালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মাদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী মেসার্স মোজাম্মেল ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মো. নুরুল আফছার (২২), একই গ্রামের শাহআলমের ছেলে মো. আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ থেকে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে লক্ষ্মীপুর আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অভিযান চালায় লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি ফিলিং স্টেশনে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আটক মো নুরুল আফসার ও আব্দুল্লাহর পায়ুপথ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর আটক আব্দুস শুকুর তাদের সহযোগী ছিলো।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মাদ শরীফ জানান, টেকনাফ থেকে লক্ষ্মীপুরে বিক্রির জন্য পায়ুপথ অবলম্বন করে ইয়াবা এনেছে বলে স্বীকার করছে আটককৃতরা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।