কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে সেই দেশটির নেতা হুনসেনের সঙ্গে ফাঁস হওয়া একটি টেলিফোন সংলাপের জের ধরে থাইল্যান্ডের আদালত এই কঠোর সিদ্ধান্ত নিল। আদালতের রায়ে বলা হয়েছে, পায়েতংতার্ন সিনাওয়াত্রা ওই আলাপনে দেশের স্বার্থ রক্ষা করতে পারেননি। খবর এএফপির।
থাই ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েতংতার্নের প্রধানমন্ত্রীর পদ গত জুলাই মাস থেকে স্থগিত করেছিল আদালত। গত জুন মাসে কম্বোডিয়ার ক্ষমতাশালী নেতা হুনসেনের সঙ্গে ফাঁস হওয়া টেলিফোন সংলাপ থেকে অভিযোগ ওঠে পায়েতংতার্ন সেই আলাপে দেশের স্বার্থ তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আর এই অভিযোগেই তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করা হয়।
‘প্রধানমন্ত্রী পদের নৈতিক মানদণ্ড তিনি বজায় রাখতে পারেননি’- এমন রায় দিয়ে নয়জন বিচারকের মধ্যে ছয়জন তাকে অপসারণের পক্ষে মতামত প্রদান করে। এর ফলে থাইল্যান্ড রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। অবস্থা এমন হয়েছে যে পার্লামেন্টে ভঙ্গুর ক্ষমতাসীন জোটকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন স্পষ্ট কোনো প্রার্থীই পাওয়া যাচ্ছে না।
আজ আদালতে একজন বিচারক রায় পড়ে শোনানোর সময় বলেন, তার (পায়েতংতার্ন সিনাওয়াত্রা) এই ধরনের কাজ আস্থার সংকট তৈরি করেছে, কারণ তিনি জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রধান্য দিয়েছেন। এতে করে থাই জনসাধারণের মধ্যে সন্দেহ দানা বাঁধে যে, তিনি কম্বোডিয়ার পক্ষ নিচ্ছেন এবং থাই নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তার ওপর আস্থা কমে গেছে।
রায়ে আরও বলা হয়, আসামি নৈতিক আচরণবিধি বজায় রাখেননি। গত ১ জুলাই তার বিরুদ্ধে স্থগিতাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে তার কার্যকাল কার্যকরভাবে শেষ হয়ে গেছে।
থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে পায়েতংতার্নের মন্ত্রিসভাকেও বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এক বছর আগে একই আদালত পায়েতংতার্নের পূর্বসূরী প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকেও আরেকটি নৈতিকতা বিষয়ক মামলায় ক্ষমতা থেকে অপসারণ করেছিল।