বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বাংলা গানের আবেগ এবার উড়াল দিচ্ছে অস্ট্রেলিয়ার আকাশে। সেপ্টেম্বরজুড়ে পাঁচ শহরে আয়োজন হতে যাচ্ছে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর কনসার্ট।
২৫ বছরের সংগীতপথের বিশেষ মুহূর্তকে ঘিরে বিদেশের মাটিতে গানের মহোৎসব সাজাবেন তাহসান খান।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন গায়ক। সেখানে জানানো হয়, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড দিয়ে শুরু হবে সফর। তারপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন, আর ২৭ সেপ্টেম্বর পার্থে শেষ হবে এই যাত্রা।
সংবাদটি প্রকাশ হতেই ভক্তদের প্রতিক্রিয়া যেন উচ্ছ্বাসের ঢেউ তুলল। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা লিখছেন—‘এতদিনের অপেক্ষার অবসান হলো’, ‘তাহসান ভাই, আপনাকে মঞ্চে দেখতে মুখিয়ে আছি’।
তাহসানের সংগীতযাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে, ব্যান্ড ‘ব্ল্যাক’-এর হাত ধরে। তারপর একক ক্যারিয়ার, আবার ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’-এর দিনগুলো। ধীরে ধীরে গড়ে ওঠে নিজের আলাদা ব্যান্ড—‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান শোনাচ্ছেন তিনি, ভরিয়ে দিচ্ছেন শ্রোতাদের হৃদয়।