রাশিয়ার দুই তেল কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: রাশিয়ার বৃহৎ দুটি জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (২২ অক্টোবর) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে, এমন অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে এ দিন পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিতের পরদিনই এমন নিষেধাজ্ঞা এল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা টেনে ধরতে রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই পদক্ষেপ হোয়াটই হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এখনই হত্যা বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার সময়। তার এমন মন্তব্যের পর জ্বালানি তেলের দাম ব্যারেলে প্রায় ২ ডলার বেড়েছে বলে জানায় রয়টার্স।
স্কট বেসেন্ট বলেন, পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধে অস্বীকৃতির কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থ জোগায়।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যদি যুদ্ধ বন্ধে রাজি হয়, তবে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।