স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়েছে টাইগাররা।
জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগকিতরা।
৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। তানজিম সাকিব ১ ও তাওহীদ হৃদয় ২১ রানে ব্যাট করছেন।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ১২ রান তুলতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন তানজিদ তামিম। কিন্তু পরের ওভারেই ক্যাচ আউট হন তিনি। ৫ বলে ১৫ রান করেন এই ওপেনার।
তিনে ব্যাট করতে নেমে রান তুলতে পারেননি লিটন দাসও। ৮ বলে ৫ রান করে ফেলেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ৭ বলে ৮ রানে করেন এই ডান হাতি ব্যাটার। ৪ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন শামীম পাটোয়ারী। এতে পাওয়ার প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।
এরপর দলের হাল ধরেন সোহান ও হৃদয়। দুজনের ব্যাটে ভর করে অষ্টম ওভারে দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।