শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ক্রিজে তখন মুশফিকুর রহিম অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয়ে ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস : ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্পার ০, টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হাফফ্রিস ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৬৯ ওভারে ২৯৭/৪ ডিক্লেয়ার ( জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১, মুমিনুল ৮৭, মুশফিক ৫৩*; নিল ৯-১-৪৮-১, হামফ্রিস ১৫-০-৫৪-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-১, হোয়ে ১৭-০-৮৪-২, টেক্টর ২-০-১২-০)
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৫৪ ওভারে ১৭৬/৬* ( বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*, টকার ৭, ডোহেনি ১৫, ম্যাকব্রাইন ১১*; ইবাদত ৭-১-২৪-০, খালেদ ৭-০-২৪-১, তাইজুল ২০-২-৫৫-৩, মুরাদ ১২-৪-৩৫-২, মিরাজ ৮-৩-২১-০)