সালাহ্উদ্দীন সাগর: ভোলা জেলার বাংলাবাজার এলাকার মৃত দুলাল মিয়া (৪৪) এর স্ত্রী পারভিন আক্তার। ৮ বছরের ছেলে শাহিন কে নিয়ে তার আশ্রয় মিলেছে মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বরের ওভার ব্রীজে।
রাত ৩টা বেজে ৩৭ মিনিট ৮ বছরের শিশু সন্তান চুরি হবার হবে সন্তানকে ঘুম পাড়িয়ে নিজে জেগে আছেন। পারভিন ৪ সন্তানের জননী। মেয়ের বিয়ে হলেও ছেলেকে বিয়ে দিয়ে পড়েছেন বিপাকে। বড় ছেলে সিয়াম (২৫) বিয়ের পর আর পারভিনের খবর নেন না-থাকেন শ্বশুর বাড়ীতে। মেঝ ছেলে নয়ন (১৮) ভোলার একটি হাফেজি মাদ্রাসায় পড়েন। কাজের সন্ধানে ঢাকা শহরে এসেছেন শুক্রবার সকালে। সারাদিন গড়িয়ে গেলেও কোন কাজ জোটেনি-শুক্রবার রাত্রি দ্বী-প্রহর পারভিনের সাথে কথা হয় সিএসএন বিডি ২৪ ডটকম প্রতিনিধির সাথে। স্বামীর মৃত্যুর পর মায়ের জমিতেই দোচালা ঘর বেঁধে থাকতেন পারভিন কিন্তু ক্ষুধার যন্ত্রনা ও সন্তাদের ভবিষৎ চিন্তাকরে ছুটে এসেছেন রাজধানী শহরে। স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদের কাছে সাহায্যের আবেদন করেননি ? এমন প্রশ্নে পারভিন বলেন আমাকে তার বাসায় ঢুকতেই দেয়নি। আপনার বাড়ী থেকে তোফায়েল আহমেদের বাড়ী কত দূর? বাংলাবাজার থেকে গাড়িগাডা’র (তোফায়েল আহমেদের বাড়ী) ভাড়া ২০ টাকা। আন্দালিব রহমান পার্থর কাছে গিয়েছিলেন ? এমন প্রশ্নে পারভীন উৎফুল্লস্বরে বলেন আরে আমি পার্থর কাছে অনেক কিছু পাইছি। আমার বাড়ি থেকে পার্থর বাড়ি ১০০ টাকা ভাড়া। মঞ্জুর মিয়ার পোলা অনেক দিছে, পার্থ আমাগো দেয়, তার বউ শেখ সায়রা রহমান (শেখ হেলালের কন্যা)অনেক দিছে, অনেক পাইছি। তাহলে ঢাকা এসেছেন কেন? বাবারে যে দেখি নিজে কিছু করতে পারি কিনা! এখানে তেমন কিছু না পেলে আবার ভোলা ফিরে যাবো।