স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ভারত-পাকিস্তান হামলার জেরে থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশে। নিরাপত্তা ইস্যু প্রবল হয়ে ওঠায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ শুক্রবার (৯ মে) বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
পিএসএলের লিগ পর্বের বাকি চার ম্যাচ এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের ম্যাচগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। এদিকে গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে বাতিল করা হয় পিএসএলের দুটি ম্যাচ।
টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ পেশোয়ার জালমি এবং রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সে। পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় তাদের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও টুর্নামেন্ট সরিয়ে নেওয়ায় শঙ্কা কেটেছে।
এই হামলার পর পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা চলমান পরিস্থিতিতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানায় পিসিবিকে। অনিশ্চয়তার মুখে পড়ে টুর্নামেন্ট। পিএসএলে ছয় দলে এখন প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার আছেন।