বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
গুমের শিকার বিএনপিনেতা সাজেদুল হক সুমনের খোঁযে তার বাসায় পুলিশি তল্লাশির ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘তর্কের খাতিরে দরে নিলাম, সুমন সম্পর্কে হয়তো পুলিশ জানত না। কিন্তু পলাতক স্বৈরাচারের সময় দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, হয়তো ৫ আগস্ট একজন যেভাবে পালিয়ে গেছেন, তিনিও সেভাবে গেছেন। ’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নাকি তার দেশত্যাগের বিষয়ে নাকি কিছুই জানে না, তাহলে অন্তর্বর্তী সরকার জানেটা কী? অভিযোগ উঠেছে, সংস্কারের নামে কালক্ষেপন করে একদিকে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ ও স্বৈরাচারীবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল, তাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসরদেরও হয়তো পুনর্বাসন করার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এই বিষয়গুলো ঘুরেফিরে মানুষের মনে প্রশ্ন জেগেছে।’
তারেক রহমান আরও বলেন, ‘রাষ্ট্রে আইনের শাসনই একমাত্র জনগণের নিরাপত্তা দিতে পারে। আইনের শাসন নিশ্চিত করার একমাত্র শর্ত হচ্ছে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ ও সরকার। নির্বাচিত সরকারকে জনগণের দিকে মুখাপেক্ষী করে দেওয়া গেলে দেশে আইনের শাসন ও গণতন্ত্র টেকসই হয়ে উঠে।’
এ সময় তারেক রহমান নিবনির্বাচিত পোপকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন পোপ সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবেন।