হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চে বলেন, ‘আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। আমরা এখান থেক গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।
হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শেষ হলে তার নেতৃত্বে একটি মিছিল যায় শাহবাগের দিকে। সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।
অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে শাহবাগ মোড়ে অংশ নেওয়া সবাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, আপস না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘দিল্লি না ঢাকা— ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।