আজ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ||
৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৩:২০ পূর্বাহ্ন
হাদির ওপর হামলা আমারা উদ্বিগ্ন : ইসি সানাউল্লাহ
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফাইল ছবি
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শরিফ ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। যেটা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে।
যা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে বলছি না। সেখানকার অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছি। যেগুলোর সঙ্গে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত।
তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত উদ্ভুদ্ধ ঘটনা সম্পর্কে আজ রোববার (১৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলার একটি বিশেষ বৈঠকের পর এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামীতে আমাদের করণীয় বা কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের মতামত শুনেছি।
আবুল ফজল সানাউল্লাহ বলেন, যে ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হচ্ছে, তিনি বেশ কিছুদিন ধরে একটা সখ্য গড়ে তুলে কাছে গিয়েছেন। পেছনে তার একটি পলিটিকাল বিষয় আছে।