আজ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ||
৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৪:৫১ পূর্বাহ্ন
বাগদান সারলেন অর্জুন রামপাল
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ‘ধুরন্ধর’-এ বলিউড অভিনেতা অর্জুন রামপালের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ছবিটির সাফল্যের মধ্যে ভক্তদের সুখবর দিলেন এই অভিনেতা।
দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস এর সাথে বাগদানের কথা নিশ্চিত করলেন অর্জুন।
সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত হয়েছিলেন এই জুটি। পডকাস্টটিতে সম্পর্ক এবং বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।
অর্জুন এর আগে ১৯৯৮ সালে মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। অরিক এবং অরিভ। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। ১৬ বছর বয়সে একজন তরুণ মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। পরে দক্ষিণ আফ্রিকার গাউটেং-এর সানিসাইডের একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।
গ্যাব্রিয়েলা ভালোবাসা ও অভিভাবকত্ব নিয়ে বলেন, ভালোবাসা শর্তের সাথে আসে। একজন ব্যক্তির আচরণের উপর আমার ভালোবাসা নির্ভর করে। এছাড়াও আপনি যখন অভিভাবক হয়ে যান, তখন ভালোবাসার সাথে দায়িত্বও বেড়ে যায়।
রামপাল হাস্যরসের সাথে বলেন, আমি তাকে পছন্দ করতাম কারণ সে খুব আকর্ষণীয় ছিল। তারপর আমি বুঝতে পারলাম, তার মধ্যে আকর্ষণীয়তা ছাড়াও বিশেষ কিছু আছে যা তার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে তোলে।
বাগদানের প্রশ্ন আসতেই গ্যাব্রিয়েলা বলেন, আমরা এখন বিবাহিত নই, কিন্তু কে জানে ভবিষ্যতের কথা। এ কথার জবাবে অর্জুন তৎক্ষণাৎ বলেন, আমরা বাগদান করেছি।
দক্ষিণ আফ্রিকার মডেল এবং ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস। ২০১৮ সাল থেকে অর্জুন ও তিনি একসাথে আছেন। তাদের দুটি সন্তান রয়েছে। প্রথম ছেলে আরিকের জন্ম ২০১৯ সালে এবং দ্বিতীয় ছেলে আরাভের জন্ম ২০২৩ সালে। তবে এই জুটি তাদের ব্যক্তিগত জীবনকে সবসময় পর্দার আড়ালে রাখতে চেয়েছেন।