আজ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ||
৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৪:৫৪ পূর্বাহ্ন
ভারত সফরে লিওনেল মেসি
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: তিনদিনের সফরে ভারত এসেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রথম দিনই বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাকে।
কলকাতার সল্ট লেকে যুব ভারতীয় স্টেডিয়ামে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে মুম্বাই।
আজ রোববার (১৪ ডিসেম্বর) ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর দ্বিতীয় দিন দুপুরে মুম্বাই পৌঁছান মেসি। মুম্বাই গিয়ে প্রথমে যান তাজ কোলাবায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এরপর তার সূচি ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায়। সেখানে ‘গোট ক্লাব’ এর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তারকাদের নিয়ে একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচ ছিল। এরপর দিনের শেষভাগে বিকেল পাঁচটার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার কথা মেসির, যা তার মুম্বাই সফর পর্বের মূল আকর্ষণ।
ভারত সফরে মেসির সঙ্গে এসেছেন তার ইন্টার মিয়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পল। মুম্বাইয়ে তাদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দুটি স্টেডিয়াম এলাকায় নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
ভারতীয় গণামধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে দুটি স্টেডিয়াম এলাকায় দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। ভেন্যুর ভেতরে পানির বোতল, ধাতব বস্তু ও কয়েন নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গতকাল সকালে কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে টিকেট কেটে স্টেডিয়ামে এসেও মেসির দেখা পাননি অনেকেই। ফলে তারা ক্ষুব্ধ হয়ে গ্যালারি থেকে পানির বোতল ও চেয়ার ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীও শক্তি প্রয়োগ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত মেসিকে সরিয়ে নেওয়া হয় স্টেডিয়াম থেকে। এ ঘটনায় ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর মূল আয়েঅজন শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।