বাংলাকে নিয়ে গর্ব করার মতো অবস্থানে আর নেই : আহমদ রফিক
শনিবার, ২৩ মার্চ, ২০২৪
শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার:বাংলা-ইংরেজি মিশিয়ে বলা একটা অপরাধ। আমার বন্ধু সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক।
ওনার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা। উনি হাসতে হাসতে আমাকে বলেন, রফিক সাহেব আমি তো বাংলিশ বলি না৷ যদি ইংলিশ বলতে হয় ইংলিশ বলি আর না হলে বাংলা বলি। বাংলিশ বলি না। এরকম ব্যাপার তো, কথা হলো যে, আমরা বাংলাকে নিয়ে গর্ব করার মতো কোনো অবস্থানে আর নেই। বাংলা আমাদের মাতৃভাষা, এটা একটা বড় পরিচয় আমাদের। এটাকে যতদিন একটু শ্রীবৃদ্ধি করতে পারি, একটু ভালোভাবে রাখতে পারি, এটা নিয়ে আমাদের চেষ্টা করা উচিত। সেই সঙ্গে আমি মনে করি ইংরেজি ভাষাও আমাদের ভালোভাবে শেখা, আয়ত্ত করা এবং রপ্ত করা দরকার জাগতিক প্রয়োজনে।
বেশ আক্ষেপ নিয়েই কথাগুলো বলছিলেন ভাষাসৈনিক আহমদ রফিক। বয়স প্রায় ৯৫ বছর। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন। তখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসাবিদ্যায় পড়ালেখা করলেও তিনি সমাজ, সংস্কৃতি নিয়ে বহু প্রবন্ধ, বই লিখেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একান্তে কথা বলেন।
এখন সময় কাটে কীভাবে- এমন প্রশ্নের জবাবে আহমদ রফিক বলেন, সময় কাটে শুয়ে-বসে, চিন্তা-দুশ্চিন্তা- এসব নিয়েই কোনোভাবে সময় কাটে। যদি কখনো চিন্তা হয় দুই-চার লাইন মাথায় এসেছে লিখতে হবে, দিনের বেলায় এই কালামকে (আবুল কালাম, আহমদ রফিকের দেখাশোনা করেন) ডাকি এইটা একটু নোট করো বা লেভো। সে লিখে আবার আমাকে শোনায়। আমি সংশোধন করে দেই। আবার বলি একটু নোট করে রাখো, পরে দেখে দেবো। আর কিছু গান শোনা, কিছু গান রিমেক করা- এটা আমার নতুন অভ্যাসে পরিণত হয়েছে। সেগুলো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান কিন্তু না, তার গান রিমেক করা প্রায় অসম্ভব।’