ইরানকে চিঠি, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প
সোমবার, ১০ মার্চ, ২০২৫
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, তারা যদি আলোচনায় বসে, তাহলে সেটিই ভালো হবে, অন্যথায় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, যা তেহরানের জন্য ‘ভয়াবহ’ হবে।
ট্রাম্প বলেন, আমি তাদের চিঠি লিখেছি এবং বলেছি, আমি আশা করি তোমরা আলোচনা করবে, কারণ যদি আমাদের সামরিকভাবে পদক্ষেপ নিতে হয়, তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখা কোনোভাবেই অনুমোদন করা যাবে না।
ট্রাম্প জোর দিয়ে বলেন, আলোচনায় বসাই ইরানের জন্য ‘অনেক ভালো’ হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানকে সামরিক উপায়ে বা সমঝোতার মাধ্যমে সামলানো সম্ভব। আমি সমঝোতা করতে চাই, কারণ আমি ইরানের ক্ষতি করতে চাই না। তারা দুর্দান্ত মানুষ।’
তবে, ইরান এর আগে জানিয়েছিল, তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে তা শুধুমাত্র তখনই সম্ভব হবে, যখন ট্রাম্প প্রশাসন তাদের ‘সর্বোচ্চ চাপ’ নীতি স্থগিত করবে।