বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে।
প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে।
রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার শুটিং হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। সিনেমার অন্যতম অভিনেত্রী নুসরাত ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি। সেই অভিজ্ঞতার কথা জানালেন ফারিয়া—
ফারিয়া বলেন, যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে। গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে। আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।
এ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান। সুমন নামে একটি ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বাস্তব গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল।