মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, রমজানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারে র্যাব নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন রয়েছে।