আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে ইরান। ওমানের মাধ্যমে তারা ট্রাম্পের চিঠির জবাব পাঠিয়েছে দেশটি।
তবে চিঠিতে জানানো হয়, পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় না ইরান।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ‘ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে’।
আরাগচি বলেন, ‘সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে সরাসরি আলোচনায় না যাওয়ার নীতিতে ইরান এখনও অটল। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে। ’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাদের জবাবের মধ্যে একটি চিঠিও রয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের চিঠির বিষয়ে ইরানের মতামত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ’
এর আগে ৭ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনায় অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। ট্রাম্প ইরানকে আলোচনার জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
ট্রাম্প ২০১৮ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৫ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করেছিল ইরান।
সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ট্রাম্পের চিঠিটি ইরানে পাঠানো হয়েছিল। তবে ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।