আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ করছে।