আজ
বুধবার, ১৪ মে, ২০২৫ ||
৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০১:২৭ পূর্বাহ্ন
শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন ওসি অবরুদ্ধ
রবিবার, ১১ মে, ২০২৫
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি , রংপুর: রংপুরের মিঠাপুকুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার রোষানলে পড়েন থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
এ ঘটনায় ফজলু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ মে) উপজেলার বালুয়ামাসিমপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি দরিদ্র কৃষক পরিবারের সন্তান। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। তার অপসারণ দাবি করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওসিকে উদ্ধার করে নিয়ে আসেন। নিহত শিশুটির বাড়ি মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের একটি গ্রামে। অভিযুক্তও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ফজলু মিয়া কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নেন। ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার দেওয়ায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাড়ির পাশে বালুর স্তূপে চাপা দিয়ে রাখে ওই ব্যক্তি। এর মধ্যে শিশুটিকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। প্রতিবেশী এক নারী সেখানে গিয়ে বালুর নিচে হাত দেখতে পান। পরে আশপাশের লোকজন শিশুটিকে বালুর নিচে থেকে উদ্ধার করে।
ঘটনার পর বেলা দেড়টার দিকে অভিযুক্ত ফজলু মিয়ার বাড়িতে ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।
এ বিষয়ে ওসি আবু বক্কর সিদ্দিক কোনো কথা বলতে রাজি হননি।
যদিও মিঠাপুকুরের ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, স্থানীয় জনতা উত্তেজিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলে ঘণ্টাখানেক আগে ওসিকে নিয়ে আসা হয়েছে।