নিউজিল্যান্ডের মাইক হেসনকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেন ইন গ্রিনরা। হেসন এই মুহূর্তে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এরই মধ্যে কোচ হিসেবে হেসনকে স্বাগত জানিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, 'খালি পদের বিপরীতে অসংখ্য আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে আমি সন্তুষ্টচিত্তে নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ও প্রখ্যাত কোচ মাইক হেসনের নাম ঘোষণা করছি, যিনি পাকিস্তান জাতীয় দলের সাদা বলের নতুন কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন, যা ২৬ মে থেকে কার্যকর হবে। আমরা তার দক্ষতা এবং তত্ত্বাবধানে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতকে সাজাতে চাই। মাইক, দলে আপনাকে স্বাগতম!'
আগামী ২৬ মে থেকে পাকিস্তানের দায়িত্ব পালন শুরু করবেন হেসন। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে তার অধ্যায় শুরু হবে। পাকিস্তানের কোচের পদে সাম্প্রতিককালে কালে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। সবশেষ গত এপ্রিলে আকিব জাভেদের অধীনে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। সেই সিরিজের পর থেকেই পাকিস্তানের কোচের পদ ফাঁকা আছে। এর আগে নিউজিল্যান্ডের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন হেসন।
আন্তর্জাতিক ক্রিকেটে মাইক হেসন নতুন মুখ নন। নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে থাকাকালীন সময়টা অত্যন্ত সফল ছিল তার। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।