আজ
বুধবার, ১৪ মে, ২০২৫ ||
৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৪:৪৯ পূর্বাহ্ন
বাস-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ১০
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি , মাদারী: পুরমাদারীপুরের রাজৈরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা–পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।