আহসান হাবিব বিষেশ প্রতিধিনিঃ আশুলিয়ায় আগুন নেভাতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ, পোশাক শিল্প শ্রমিক জোটের দুঃখ প্রকাশ।
একটি টেক্সটাইল কারখানার অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) বারইপাড়া এলাকায় অবস্থিত তানজিলা টেক্সটাইল লিমিটেডে এ ঘটনা ঘটে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার ছয়তলা ভবনের নীচ তলায় অবস্থিত ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত।
এ সময় কারখানার প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা প্রাথমিকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালান।
পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানানো হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কিন্তু আগুনের তিব্রতা বেশি হওয়ায় তা দ্রুত আশপাশের অন্যান্য মালে ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান,
ডাইং সেকশনের মেশিন ওভার হিট হয়ে আগুন ধরে। আগুন নিভাতে গিয়ে কারখানার পাচঁজন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।