নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ চারজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় জামালপুর জেলার নারিকেলি এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এবং শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫), বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৫) এবং জামালপুর সদর উপজেলার নারিকেলি এলাকার চা বিক্রেতা আনিছুর রহমান (৪০)।
আহতরা হলেন—জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ, দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার একরামুল হক (৪০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হাসিবুল (২০)। আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন চা বিক্রেতা আনিছুর রহমান। এ সময় মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ সময় পার্শ্ববর্তী জামতলী বাজারের চেকপোস্টে গোপাল চন্দ্র ঘোষ নামে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ওই ট্রাককে থামাতে সিগন্যাল দিলে গাড়িচালক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত ওই পুলিশের উপপরিদর্শককে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা নান্দিনাগামী ১০ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিন জন আহত হয়। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।