রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫
মো: ওবায়েদ উল্যাহ ভূলন: বলা বাহুল্য বর্তমান বাংলাদেশ তথা আমরা জনগণ একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউই বলতে পারব না কাল দেশে কী হবে বা হতে যাচ্ছে! কারণ ৩০ লাখ শহীদের রক্তস্নাত একটি স্বাধীন দেশে গণতন্ত্র হরণ হবে, জনগণ নিজেদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে না, আইনের শাসনের পরিবর্তে চলবে দলীয় শাসন, রাজনীতির পরিবর্তে হবে অপরাজনীতি, রাজনীতি হবে অর্থসম্পদ বানানোর মেশিন, বিরোধী মতাবলম্বীদের গুম ও খুন এর কোনো কিছুই আমাদের প্রত্যাশা ছিল না কিন্তু সেটাই হয়েছে! শুধু হয়েছে বললে অসম্পূর্ণ হবে।