আজ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ||
১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৩:২৫ অপরাহ্ন
নতুন প্রত্যাশায় স্বাগত ২০২৩
রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
ফাইল ছবি
মো: ওবায়েদ উল্যাহ ভূলন: দেখতে দেখতে পেরিয়ে গেল আরও একটি বছর। ঘড়ির কাঁটা ১২ টা অতিক্রম করার পরপরই বিদায় জানাতে হয়েছে ২০২২ কে।
বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে, স্বাগত ২০২৩।
কালের গর্ভে হারানো ২০২২ আমাদের মনে গভীর দাগ ফেলে গেছে। নানা কারণে বছরটি ছিল ঘটনাবহুল। পৃথিবী সৃষ্টির সূচনালগ্ন থেকেই সৌরজগতের নিখুঁত নিয়মে প্রতিদিন'ই সূর্যোদয়। প্রকৃতির নিয়মেই নতুন আরেকটি দিন, আরেকটি মাস, আরেকটি বছর আসে। আগামীর দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে পৃথিবীময়, এ আশায় বুক বেঁধে রাতের অন্ধকার শেষে পুব আকাশে লাল সূর্যের উদয়। দূর হোক সব গ্লানি। নতুন ভোর! বিশ্বে ছড়িয়ে পড়ুক শান্তি। সিএনএন বিডি ২৪.কম পরিবার এই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। আশা-নিরাশা সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে স্বাগত ২০২৩।