আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার ভূরাজনৈতিক স্বার্থ আছে : ইমতিয়াজ
রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জন্য আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক ভিসা নিষেধাজ্ঞা নীতির পেছনে ভিন্ন স্বার্থ থাকতে পারে। সেটি অর্থনৈতিক, ভূরাজনৈতিক বা তাদের অন্য কোনো লাভের প্রয়োজনে হতে পারে।
এমন চাপে চলার জন্য বাংলাদেশ নতুন মিত্র খুঁজে নেবে বলে অভিমত। বলছেন, দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে ভিন দেশের হস্তক্ষেপ কখনও সুফল আনে না।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকার বাংলাদেশের জন্য রাজনৈতিক ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়েছে। যা নিয়ে দশের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ নিজস্ব মতামত দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ বলেন, কতোগুলো বিষয় তারা এমনিতেই বলে, যেমন, মানবাধিকার, গণতন্ত্র। এসব বিষয় তাদের দেশেই ঘাটতি আছে। প্রতিদিন ১২৩জন মানুষ গুলিদ্ধ হয় সেখানে। তারা মনে করে অর্থনীতির যে সার্প প্লাস সেটা তাদের সাথেই করতে চায় সেজন্য এই দরকষাকষি।
আমেরিকার এই রাজনৈতিক ভিসা নিষেধাজ্ঞা নীতি বাংলাদেশে অভ্যন্তরীণ বিভাজন ও সংকট না কমিয়ে আরও বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ মিত্র সংকটে ভুগবে না, মনে করেন কেউ কেউ। তারা জানান, অতিরিক্ত চাপের কারণে বাংলাদেশ অন্য দিকে ঝুঁকে যেতে পারে। কতোটা চাপ দেয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তা ভাবতে হবে।
বিশ্লেষকরা জানান, যে রাষ্ট্র নিষেধাজ্ঞার কবলে পড়ে সেই রাষ্ট্র নিজের স্বার্থে অন্য কোনো দেশের সাথে নতুন সম্পর্ক খোঁজে। বাংলাদেশও হয়তো খুঁজে নেবে।
গণতন্ত্র, গ্রহণযোগ্য নির্বাচনসহ যেসব বিষয় তুলে ধরে আমেরিকা রাজনৈতিক ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রয়োগের কথা বলছে, সেটা না করে সবার সাথে আলোচনার মাধ্যমে এসব বিষয় নিশ্চিতের সুযোগ ছিলো বলে মনে করেন বিশ্লেষকরা।